গ্রামের প্রথম ডাক্তার হতে যাচ্ছেন রামীম

প্রকাশিত: ১১:৫৫ অপরাহ্ণ, মার্চ ১২, ২০২৩ 901 views
শেয়ার করুন

শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের কান্দিগাঁও গ্রাম থেকে প্রথমবারের মতো এমবিবিএস ডাক্তার হতে যাচ্ছেন রাহাতুল ইসলাম রামীম। রবিবার বিকালে মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার পর এ খবর জানা যায়। রামীম এবারের মেডিকেল ভর্তি পরীক্ষায় ১১শ ১৫ তম মেধা তালিকায় অবস্থান করে এমবিবিএস কোর্সে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়ার সুযোগ পান।

রামীম পশ্চিম কান্দিগাঁও (মাদ্রাসাপাড়া) গ্রামের নজরুল ইমলাম ও শিক্ষিকা রাবেয়া ইসলাম দম্পতির ছেলে। দুই ছেলে ও এক মেয়ের মধ্যে সবার বড় তিনি। রামীম ২০২০ সালে পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজ থেকে বিজ্ঞান বিজ্ঞান বিভাগে জিপিএ-৫, একই বিভাগে সিলেটের এমসি কলেজ থেকে ২০২২ সালে আবারও জিপিএ-৫ পেয়েছেন। এর আগে পিইসি ও জেএসসি পরীক্ষায়ও কৃতিত্বের সাথে  জিপিএ-৫ পেয়েছিলেন রামীম।
নবম শ্রেণিতে পড়াকালীন সময় থেকেই ডাক্তার হওয়ার স্বপ্ন দেখতেন মেধাবী এই শিক্ষার্থী। কারণ, তার মা-বাবা ও দাদা-দাদীর স্বপ্ন ছিলো ডাক্তার হয়ে তিনি যেনো মানুষের সেবা করেন। সেই স্বপ্ন বাস্তবায়নে কঠোর পরিশ্রম করে মেডিকেলে ভর্তি হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করেন এই ভবিষ্যত ডাক্তার। তার এই কৃতিত্বের জন্য সর্বপ্রথম মহান রবের নিকট শুকরিয়া জ্ঞাপন করেন তিনি।
রামীম বলেন, আমার ইচ্ছা ছিলো ডাক্তার হবো। সে লক্ষে লেখাপড়া করেছি। আমার প্রাথমিকের শিক্ষা প্রতিষ্ঠান মর্নিং বার্ড কিন্ডার গার্টেন ও মাধ্যমিকের বিদ্যালয় পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজ থেকে শুরু করে এমসি কলেজসহ সবখানেই আমার জীবনের সেরা শিক্ষকদের পেয়েছি। তাদের সঠিক তত্ত্বাবধানে আজ আমার এই সাফল্য। তাঁদের প্রতি কৃতজ্ঞতা। মা আর বাবা আমার জন্য আশির্বাদ, বলতে পারেন টার্নিং পয়েন্ট। তাদের অক্লান্ত শ্রম আমাকে খুব বেশি অনুপ্রাণিত করেছে। দাদা-দাদু, চাচ্চু ও খালামনিসহ সকলের সহযোগিতা না থাকলে আমি এতো বড় অর্জন করতে পারতাম না। তাঁদের প্রতিও কৃতজ্ঞতা।
রাহাতুল ইসলাম রামীমের বাবা নজরুল ইসলাম ও শিক্ষিকা মা রাবেয়া ইসলাম বলেন, আমাদের স্বপ্ন হচ্ছে আমাদের সব সন্তান যেনো সার্বাগ্রে মানুষের মতো মানুষ হয়। তারপর পেশা জীবনে প্রতিষ্ঠিত হোক। বড় ছেলে রামীম জীবন উন্নতির প্রথম ধাপে পা দিয়েছে। তার এই কৃতিত্বের জন্য সকল শিক্ষক, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সকলে দোয়া করবেন যেনো আমাদের সন্তানটি মানুষের মতো মানুষ হতে পারে। একজন মানবিক ডাক্তার হয়ে দেশ ও দশের সেবা করতে পারে।
গ্রামের বাসিন্দা, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ, ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নূরুল হক, পাগলা বাজার ব্যবসায়ী সমবায় সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান ও গণমাধ্যমকর্মী ইয়াকুব শাহরিয়ার বলেন, রামীম আমাদের গ্রামের গর্ব। গ্রামের প্রথম সন্তান হিসেবে ডাক্তার হতে যাচ্ছে আমাদের রামীম। অবশ্যই এটা আমাদের গৌরবের। আমরা মনে প্রাণে চাই সে আগে মানুষের মতো মানুষ হোক, তারপর ডাক্তার হয়ে গ্রাম ও এলাকাবাসীর সেবা করুক। আমরা তার সর্বাঙ্গীন সফলতা কামনা করি।